আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় পাট দিবসে গোলাম দস্তগীর গাজী কে যা বললেন প্রধানমন্ত্রী

নবকুমার:

সোনালী আশ পাটের হারানো গৌরব ফেরাতে সফল ভাবে দায়িত্ব পালনে করায় নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের আলোচনা অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের কথা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম দস্তগীর গাজী কে উ’সাহ দিয়ে বলেছেন,তুমি এগিয়ে যাও তুমিই পারবে পাট শিল্পের হারানো গৌরব ফেরাতে। নিয়মিত গবেষণা কেন্দ্রে গিয়ে গবেষণা করো।

এছাড়া প্রধানমন্ত্রী নারায়ণঞ্জের রাজনীতির ব্যাপারে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে বিভিন্ন দিকনির্দেশনাও দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম দস্তগীর গাজী তার পাট দিবসের বক্তব্যের মাধ্যমে।

উল্লেখ্য নারায়ণগঞ্জে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কোন এমপি জাতীয় কোন দিবসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সভাপতিত্ব করেন নাই। যেটা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক করিয়ে দেখিয়েছেন।