আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এনায়েতনগর ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণ করলেন আসাদুজ্জামান

সংবাদ চর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে ভিজিডি কার্ড বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১ টায় এনায়েত নগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান ভিজিডি কার্ডধারীদের মধ্যে কার্ড বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান সংরক্ষিত মহিলা রোজিনা আক্তার,ইউপি সচিব মোঃ দিদার হোসেন, ইউপি মেম্বার আতাউর রহমান প্রধান, ইসলাম মেম্বার,মোঃ বাতেন মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আসাদুজ্জামান চেয়ারম্যান বলেন,এই কার্ড প্রধানমন্ত্রীর উপহার।তিনি জনসাধারণের দুঃখ বুঝেন তাই এই ক্ষুদ্র উপহার সংসদ সদস্য শামীম ওসমানের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিচ্ছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে ১৩৫ জন নারীর হাতে ভিজিডি কার্ড তুলে দেয়া হয়। কার্ড প্রতি ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।