আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইউপি সদস্যকে পিটিয়ে জখম

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিচার-সালিশীকে কেন্দ্র করে এক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে। সে স্থানীয় হাইজাদী ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য। রোববার সকাল ১০টায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ৭ ফেব্রুয়ারী নজরুল ও আওলাদ বড়ই পাড়াকে কেন্দ্র করে কলাগাছিয়া এলাকার সেকান্দার, তার স্ত্রী মাহমুদা,তার ছেলে তারেক,মেয়ে জুনিয়াকে পিটিয়ে আহত করে। পরে থানায় একটি লিখিত অবিযোগ দেয়া হয়। বিষয়টি স্থানীয় পর্যায়ে মিমাংশা বিচার-সালিশ করে নজরুল ও আওলাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা একমাসের মধ্যে পরিশোধের নির্দেশও দেওয়া হয়। এরই মধ্যে নির্ধারিত সময় অতিবাহিত হলে টাকা পরিশোধ করা হয়নি।

রোববার সকালে ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় থানা যুবলীগের সদস্য আওয়ালদকে মারধরের ঘটনা ঘটে। এরই জের ধরে ক্ষিপ্ত হয়ে কলাগাছিয়া ঈদগাহ এলাকায় একা পেয়ে ইউপি সদস্য মতিনের ওপর হামলা চালানো হয়।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ থানায় দেয়া হয়েছিল। কিন্তু স্থানীয়ভাবে মিমাংশা করবে বলে ইউপি সদস্য পদক্ষেপ নেয়।