আড়াইহাজারে পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ ডালিম (৩৯) কে ৫০ পিস ইয়াবাহ সহ গ্রেফতার করেছে পুলিশ । শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা মা ও শিশু কল্যান কেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার গীরদা গ্রামের মোঃ মিজানের ছেলে ।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ডালিম থানার তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ি। সে এলাকায় র্দীঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল।তাকে ধরিয়ে দেওয়ার জন্য থানা থেকে ১০ হাজার টাকা পুরস্কার ও ঘোষনা করা হয়েছিল । গতকাল রাতে গোপনে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদক আইনে মামলা দিয়া তাকে নারায়নগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।