আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অবশেষে সদর ইউএনও বীনার ওএসডি আদেশ বাতিল

সংবাদচর্চা রিপোর্ট:

অবশেষে নারায়ণগঞ্জের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বীনাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার আদেশ বাতিল করা হয়েছে৷

সোমবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়৷ অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে৷

উল্লেখ্য  গত ৪ ফেব্রুয়ারি হোসনে আরা বীনাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। এরপর গত ৮ ফেব্রুয়ারি রাতে ইউএনও হোসনে আরা বীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজ একাউন্টে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি জেলা প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তাকে দায়ী করছেন৷ শুধু তাই নয়, সম্প্রতি মাতৃত্বকালীন জটিলতার সম্মুখীন হওয়ার জন্যও ওই কর্মকর্তাকে দায়ী করেন বদলি হওয়া সদর ইউএনও৷

যা নিয়ে জাতীয় সংসদ সহ তোলপাড় চলে প্রশাসনে৷ বিষয়টি খতিয়ে দেখতে প্রধনমন্ত্রী শেখ হাসিনাও নির্দেশ দেন৷