আজ সোমবার, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

স্কুল ছাত্রকে সিগারেটের ছেঁকা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২য় শ্রেণীর এক স্কুল ছাত্রকে শত্রুতা চরিতার্থ করার জন্য ঘরে আটকে রেখে গালে জ্বলন্ত সিগারেটের আগুনের ছেঁকা দেয়া হয়েছে এবং হত্যার চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে আহত স্কুল ছাত্রের মা রেহানা বেগম বাদী হয়ে প্রতিবেশী শাহ আলম গংদের নামে গতকাল রোববার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সে পাঠানেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

রেহানা বেগম তার অভিযোগে উল্লেখ করেন, ৭ বছর আগে তার স্বামী মোঃ মোস্তফা দু সন্তান রেখে মারা যান। এর পর থেকে তিনি স্বামীর ভিটাতেই বসবাস করছেন। প্রতিবেশী নসর আলীর বখাটে ছেলে শাহ আলম (৩০) দীর্র্ঘ দিন থেকে তাকে বিয়ের প্রলোভনের মাধ্যমে উত্যক্ত করে আসছিল। তাতে রেহানা রাজী না হলে শনিবার বিকেলে রেহানা বেগম কাজে থাকা অবস্থায় তার শিশু ছেলে রায়হানকে চকোলেট দেয়ার প্রলোভন দেখিয়ে আহ আলম বাড়ী থেকে তার ঘরে ডেকে নেয়।

সেখানে নিয়ে শিশু রায়হানকে হত্যার চেষ্টা করে এবং তার গালে জ্বলন্ত সিগারেটের আগুনের ছেঁকা দেয়। সংবাদ পেয়ে রেহানা বেগম কর্মস্থল থেকে বাড়ীতে এসে লোকজন নিয়ে গিয়ে ছেলেকে উদ্ধার করেন। এ দিকে থানায় অভিযোগ দেয়ায় শাহ আলম রেহানার বসত ঘরের দরজায় তালা লাগিয়ে দেয় এবং হত্যার হুমকী দেয়। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।