আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত (২৫) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক কাফুরদী এলাকা থেকে লাশটি উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ।

সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু মন্ডল জানান, উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামের ব্রহ্মপুত্র নদের পাড়ে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত লাশের গায়ে একটি ডোরা কাটা হাফহাতা গেঞ্জি ও একটি প্যান্ট পরিহিত ছিল।

তিনি আরো জানান, দুর্বৃত্তরা যুবকটিকে ব্রহ্মপুত্র নদের পাড়ে এনে শুক্রবার রাতে কোন এসময়ে তার গলাকেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, শরীরের অন্য কোন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গলাকাটা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।