সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে ১০ লাখ টাকা চাঁদার দাবীতে জমির বাউন্ডারী ভাংচুরের ঘটনায় নাসিক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলের বাবা ও আলোচিত সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নুর হোসেনের বড় ভাই হাজী নুর সালামের বিরুদ্ধে পুলিশ সুপার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী জমির মালিক ইঞ্চিনিয়ার ফিরোজ আহমেদ, হানিফ মিয়া, নাজির আহমেদ, নুরুল আমিন, নিলুফা ও শরিফা বেগম। জানা যায়, ভুক্তভোগীরা নাসিক ৩ নং ওয়ার্ড নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী জমির মালিকরা অভিযোগ করে বলেন, শিমরাইল মৌজার দাগ নং ৩০৯ ও ৩১০ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হোল্ডিং নং এ-১৪৩-০১ ০৬ (ছয়) শতাংশ জমি ক্রয় করে দোকানপাট তুলে ভাড়া দিয়ে আসছিলাম। পরবর্তীতে আবারো নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত হাজী বদর উদ্দিনের ছেলে হাজী নুর সালামের কাছ থেকে দুই শতাংশ জমি কিনি। আমাদের জায়গার উত্তর সীমানার পাশে হাজী নুর সালাম ৬তলা ভবন নির্মাণের কাজ করছে। কাজ চলাকালীন অবস্থায় আমাদের ক্রয়কৃত জমির চারপাশে নির্মিত পাঁচ ফুট উঁচু বাউন্ডারীর দেওয়াল জোর করে ভেঙে ফেলে। শুধু তাই নয় বিল্ডিং কোর্ড অমান্য করে আমাদের বাউন্ডারীর দেওয়াল অতিক্রম করে তিনি বাড়িয়ে বিল্ডিং নির্মাণ করেন।
এ ব্যাপারে আমরা মৌখিক ভাবে প্রতিবাদ করি। শান্তিপূর্ন মীমাংসা করার জন্য নুর সালামকে অনুরোধ করি। তিনি আমাদের কোন ভ্রæক্ষেপ না করে আবারো আমাদের বাউন্ডারীর দেওয়াল অতিক্রম করে বিল্ডিং নির্মাণ করিতেছে। তারা আরও বলেন, এ ব্যাপারে নুর সালামের ছেলে নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলকে মৌখিক এবং লিখিতভাবে অবগত করা হয়েছে। কিন্তু তাতে কোন কাজ হয়নি। উক্ত নুর সালাম ওরফে বোবা ডাকাত আমাদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। আমরা টাকা দিতে অস্বীকার করলে তাদের নির্মানাধীন ভবন আরো সম্প্রসারিত করবেন বলে হুমকি দিয়ে যান।
এ ছাড়াও আমরা যদি কোন আইনের আশ্রয় নেই তাহলে আমাদের প্রানে মেরে ফেলারও হুমকি প্রদান করেন নুর সালাম। নুর হোসেনের বড় ভাই নুর সালাম নাসিক ৩ নং ওয়ার্ড এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের হয়রানি করছে এলাকাবাসীকে। সে একজন কুখ্যাত চাঁদাবাজ ও ভূমিদস্যু। নুর সালামের বিরুদ্ধে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর ঢাকা ও নারায়নগঞ্জে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
তারা তাদের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই দোষী নুর সালামের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।