নবকুমার:
মহাসমারোহে রূপগঞ্জ উপজেলার সাত্তার জুট মিলস মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ ) ঐ বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাখাতে বিপ্লব ঘটেছে। খেলাধুলায় বাংলাদেশ বিশ্ব ব্যাপী সুনাম অর্জন করছে।
এছাড়া গোলাম দস্তগীর গাজী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা সহ অনেকে।