নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন- ওসমান পরিবার একটি খুনী পরিবার । তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা কে বা কারা সংগঠিত করেছে তা বাংলাদেশের সবাই জানে।
এ বিষয়টি কারও অজানা নয়। এর পাশাপাশি আশিক, চঞ্চল সহ অন্যান্য হত্যাকান্ড গুলোর বিচারও আমরা চাই। এই সব হত্যাকান্ড গুলো ওসমান পরিবার দ্বারা সংগঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে ত্বকী হত্যার বিচার চেয়ে আইভী আরও বলেন, খুনি যত বড় প্রভাবশালীই হোক না কেন তাদের বিচারের আওতায় আনা হোক। ত্বকী হত্যার বিচার না পেলে আমরা এ দাবি সবসময় জানিয়ে যাবো। এর পাশাপাশি ওই ঘাতক, খুনি পরিবারকে আমরা প্রত্যাখান করে যাবো।
বুধবার (৬ মার্চ) বিকালে শহরের দেওভোগ শেখ রাসেল পার্কে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ডের ষষ্ঠ বার্ষিকী স্মরণে আয়োজিত শিশু সমাবেশে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জকে দেশের আরেকটা ভূখন্ড উল্লেখ্য করে আইভী বলেন, এ জেলায় নির্বিচারে অত্যাচার,অবিচার ও হত্যা করা হবে কিন্তু বলার কেউ নেই। আশিক হত্যার বিচার হলে, চঞ্চল হত্যা হতো না, চঞ্চল হত্যার বিচার হলে মিঠু হত্যা হতো না, মিঠু হত্যার বিচার হলে ব্যবসায়ী ভুলু হত্যা হতো না।
তিনি বলেন, শেষ পর্যন্ত আমাদের ছোট ছেলেকে (ত্বকী) হারাতে হলো কেন? নারায়ণগঞ্জবাসীকে ভয় দেখানোর জন্য, স্তব্ধ করার জন্য। পুরো শহর যখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার তখন একটা শিশুকে হত্যা করে তাদের পিতা-মাতা সহ সবাইকে ভয় দেখিয়ে চুপ করানোর চেষ্টা করা হলো। চুপ তো আর হয় নি উল্টো ওই খুনিদের এখন মরণ ফাঁদ হয়ে দাড়িয়েছে।
আইভী বলেন, বাংলাদেশে অনেক চাঞ্চল্যকর হত্যাকান্ডের বিচার হলো, কয়েকটা বিচার ছাড়া। সাগর-রুনির ব্যাপারে আমরা অনেকেই জানি, অনেক কিছুই জড়িত। তনু হত্যার বিচার কি কারণে হচ্ছে না তাও মানুষ বোঝে। কিন্তু ত্বকী হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত? ত্বকী হত্যাকান্ডের সাথে ওই পরিবার জড়িত যাদের বাংলাদেশের কেউ ছুতে পারবে না, ধরতেও পারবে না।
নিহত ত্বকী পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে মেয়র আইভী ওই সকল কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক জাহিদ মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শওকত আরা হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য কবি হালিম আজাদ ও চিত্রশিল্পী অশোক কর্মকার প্রমূখ।