আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ প্রকাশের পর মেরামত হচ্ছে লাশ ঘরের বিকল এসি

অপরাধ প্রতিকেদক:
নারায়ণগঞ্জের ১’শ ৫০শয্যা বিশিষ্ট সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের লাশ ঘরে (মর্গ) নষ্ট এসি মেরামত করা হচ্ছে। গত দেড় বছর ধরে মর্গের এসিগুলো বিকল বা নষ্ট হয়ে থাকায় দৈনিক সংবাদচর্চা পত্রিকায় সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নষ্ট এসি মেরামত করার উদ্যোগ নিয়েছে এবং মেরামতের মাধ্যমে এ সকল এসি গুলোকে পুনরায় সচল করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছে বলে নিশ্চিত করেন লাশ ঘরে কর্মরত ডোম দর্পন লাল।

চাঞ্চল্যকর ও আলোচিত যে সকল হত্যাকান্ড গুলো সংঘটিত হয়েছে সে সকল ব্যক্তিদের লাশ এই মর্গেই ময়নাতদন্ত করা হয়। কিন্তু সে সময় এসি নষ্ট থাকায় পরিবারের স্বজনরা লাশ ডিকম্পজড হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হাসপাতাল কতৃপক্ষের প্রতি।

নারায়ণগঞ্জ ১”শ ৫০শয্যা জেনারেল হাসপাতালে সরজমিনে গিয়ে দেখো যায়, মর্গের বিকল এসি গুলো মেরামত করার জন্য স্থানান্তর করা হচ্ছে এবং পশ্চিম পাশে দু’টি বিকল এসি ও পূর্ব পাশের আরও দু’টি বিকল এসি মেরামতের জন্য কাজ করা হচ্ছে।

লাশ ঘরে কর্মরত ডোম দর্পন লাল দৈনিক সংবাদচর্চাকে বলেন, অনেকদিন পর লাশ ঘরের এসি মেরামত করা হচ্ছে। সামনে অনেক গরম, এসি গুলো যদি মেরামত করা না হয় তাহলে লাশ নষ্ট হয়ে পচাঁ গন্ধে এলাকার বাতাস ভারি হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান বলেন, মর্গের বিকল এসি গুলো অনেক দিন পর নারায়ণগঞ্জের গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে মেরামত করা হচ্ছে।

জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, জেনারেল হাসপাতালের মর্গের এসি গুলো মেরামত করা হচ্ছে এবং আমাদের কাজ চলছে। এসির সমস্যা গুলো চিহ্নিত করা হয়েছে সেখানে অধিকাংশ এসির কমপ্রেসার নষ্ট ছিলো। সে গুলোকে মেরামত করা হচ্ছে। আসাকরি এসি গুলোর মেরামত করার পর লাশ ঘর শীততাপ নিয়ন্ত্রন করা সম্ভব হবে।

উল্লেখ্য, সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে দীর্ঘ সময় লাশ ফ্রিজিং করে রাখার জন্য মর্গের লাশ কাটা ঘরে এসির ব্যবস্থা থাকলেও গত দেড় বছর এ সকল এসি গুলো বিকল ছিলো। আর সে বিষয়গুলো তুলে ধরে গত ২০ ফেব্রুয়ারী দৈনিক সংবাদচর্চা পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়।