আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদচর্চার আলোচনা অনুষ্ঠানে নাদীম নির্বাচিত হলে রূপগঞ্জ থেকে চিরতরে মাদক নির্মূল করবো

নিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: মোতাহার হোসেন নাদিম বলেছেন, আসন্ন রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হলে রূপগঞ্জ থেকে চিরতরে মাদক নির্মূল করা হবে। সরকারী জমি উদ্ধার ও বেকারত্ব দূর করার লক্ষ্যে কাজ করব।

তিনি বলেন, বর্তমানে মাদক একটি ভয়াবহ আকার ধারণ করেছে। পাশাপাশি বেকারের সংখ্যা যে হারে বাড়ছে তা মোচনে কার্যকর ভূমিকা নেয়া হবে। প্রশাসন এবং সাংবাদিকদের সাথে নিয়ে আমাদের রূপগঞ্জের অভিভাবক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে আমরা মাদকের বিরুদ্ধে মাঠে নামবো।

এছাড়াও বেকারত্ব দূরীকরনে রূপগঞ্জে বিপুল সংখ্যক শিল্প কারখানা আছে যদি ঐ সমস্ত প্রতিষ্ঠানে লোকবল নিয়োগ করা যায় তাহলে বেকার সমস্যা দুর হয়ে যাবে বলেও তিনি আশা করেন। তরুন নেতৃত্বের প্রতীক হিসেবে জনগণ আমাকে ভোট দেবে ।

দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খানের সঞ্চালনায় উপজেলা নির্বাচনে প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধারনকৃত এই অনুষ্ঠনটি দর্শকদের জন্য দৈনিক সংবাদচর্চার ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করা হয়ে থাকে ।

তিনি পূর্বে ছাত্রলীগের রাজনীতি করলেও বর্তমানে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় বলেই আমি নির্বাচনে অংশগ্রহন করছি।

সারা দেশে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন। ৫ম ধাপে নারায়ণগঞ্জের তিনটি উপজেলায় আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রূপগঞ্জ আড়াইহাজার ও সোঁনারগা উপজেলায় এ নির্বাচন নিয়ে সাধারন ভোটারদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। দেশের প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে না আসলেও আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় সরগরম নির্বাচনের মাঠ।

নাদীম বলেন, আমি একজন আওয়ামীলীগের কর্মী হিসেবে গর্বিত। রূপগঞ্জের মাটি ও মানুষের প্রাণ পুরুষ আমার রাজনৈতিক অভিভাবক জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ইতিপূর্বে এলাকার অনেক উন্নয়ন করেছেন। তার কাছে এখন আমাদের প্রত্যাশা অনেক বেশী।

টানা তিন বারের এমপি এবং বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের দায়িত্বে আছেন। তার প্রেরণায় রূপগঞ্জের আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন বর্তমানে অনেক শক্তিশালী। মন্ত্রীর নেতৃত্বে আমরা সকল কর্মসূচিতে বলিষ্ঠ ভূমিকা রেখেছি। আমি তার একনিষ্ঠ কর্মী হিসেবে সাধারন জনগনের কাছে প্রত্যাশা করি আমাকে ভোট দিবে। এবং যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমিই জয়ী হবো ইনশাঅল্লাহ।

দৈনিক সংবাদচর্চার উদ্যোগে উপজেলা নির্বাচনে প্রার্থী পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করায় তিনি সংবাদচর্চার সকল কলাকুশলীকে ধন্যবাদ জানান।