নিজস্ব প্রতিবেদক:
নাশকতার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. বদিউজ্জামান বাদল ও জৈনপুরী এনায়েতুল্লাহর ভাই সহ ৩৬ জন জামায়াত শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) প্রকাশ চন্দ্র সরকার বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় আটককৃত ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, নাশকতা করার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে নবীগঞ্জ ঘাটে নোঙর করা একটি লঞ্চ থেকে নাশকতা করার পরিকল্পনাকালে সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমির কাউসার আহম্মেদ, এনায়েতউল্লাহ আব্বাসীসহ ১০ জনকে আটক করা হয়। এ সময় বাকি আসামিরা পালিয়ে যায়। এ সময় ২টি যাত্রীবাহী লঞ্চ, ৩টি জিহাদী বই ও ৩টি বিভিন্ন কোম্পানীর মুঠোফোন জব্দ করে ডিবি।
এই মামলায় নাশকতা পরিকল্পনা ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার অর্থ জোগানদাতা হিসেবে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. বদিউজ্জামান বাদলকে আসামি করা হয়েছে। জব্দ করা লঞ্চ দুইটির মালিকও তিনি।
মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, সৈয়দ ইমদাদ উল্লাহ আব্বাসী, মো. কাউসার আহম্মেদ, মো. মিশনুর রহমান, মো. সাইদুর রহমান, লোকমান হোসেন, মোক্তার হোসেন, মো. জসিম উদ্দিন, মো. রবিন, মো. রফিক, মো. লুৎফর রহমান।
অন্য আসামিরা হলেন, মাইনুদিদ্দন, মো, জাকির হোসেন, আবু সাইদ, আবুল কালাম, বাহার উদ্দিন, মো. বদিউজ্জামান বাদল।