নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ ১৩ মার্চ বুধবার রূপগঞ্জ উপজেলা শিক্ষা পরিবার আলোচনা সভা ও শোভাযাত্রা বের করে। উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ মজুমদার, উপজেলা রির্সোস সেন্টারের ইনস্টাক্টর ফারজানা নিগার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুজিনা ইসলাম, গুলশান আরা, নারায়ণগঞ্জ জেলা সরকারি প্রাথামক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, বিশিষ্ট ঠিকাদার ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ শাহজাহান চৌরুরী প্রমুখ।
পরে শোভাযাত্রা নিয়ে তারা স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে।