নবকুমার:
রূপগঞ্জের স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
শনিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দেবই কাজিরবাগ আলিম ও হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জের কোন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি অনিয়ম চলবে না। যে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠবে তাদেরকে বহিস্কার করা হবে।
তিনি বলেন, আমি কোন দুর্নীতি করি না। কাউকে দুর্নীতি করতে দেবে না। কেউ যদি আমাদের নামে এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারে আমি সংসদ সদস্য পদ ছেড়ে দেব।
শেখ হাসিনা শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। রূপগঞ্জের প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ হয়েছে। স্থাপিত হয়েছে কম্পিউটার ল্যাব। বঙ্গবন্ধুর কন্যা শিক্ষিত প্রধানমন্ত্রী বলে শিক্ষা খাতে এত উন্নয়ন করতে পারছেন। অতীতে অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন তারা উন্নয়ন করে নাই। তারা করেছে নিজেদের পকেট ভারী।
মন্ত্রী দেবই কাজিরবাগ আলিম মাদ্রাসায় তিন তলা একাডেমিক ভবন নির্মাণ এবং কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন। ছাত্র ছাত্রীরা দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকায় দু:খ প্রকাশ করেন তিনি।
এছড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
অনুষ্ঠানে নাজমুল আলম বাদশার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আদর্শ গ্রুপের পরিচালক লায়ন খায়রুল আলম, অধ্যক্ষ আলহাজ্ব বশির আহমেদ শাহরিয়ার প্রমুখ।