আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূইগড়ে সড়ক নয় যেন মরণ ফাঁদ

বিল্লাল আহমেদ:
সদর উপজেলার ভূইগড় বাসস্ট্যান্ড থেকে হাজী পান্দে আলী স্কুলের সড়কের বেহাল দশায় মরন ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ওই সড়ক দিয়ে ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করে। এসকল যানবাহনের কারণে ঘটে বিভিন্ন সময় দূর্ঘটনা। এছাড়া সড়কের বেহাল দশার কারনে স্কুলের শির্ক্ষাথীদের যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, এই সড়ক র্দীর্ঘ সময় ধরে মেরামত করা হচ্ছে না। জাতীয় নির্বাচনের আগে মেরামতের কাজ শুরু করলেও অনিয়মের কারনে রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা মেজউদ্দিন দৈনিক সংবাচর্চাকে বলেন, ৩ বছর ধরে রাস্তার বেহাল দশা। জাতীয় নির্বাচনের আগে মেরামতের কাজ শুরু হয়েছিল কিন্তু কেন আবার বন্ধ হয়ে গেলে সেটা আমাদের বোধকাম্য নয়। আমরা রাস্তাটি দ্রুত মেরামত চাই সরকারের কাছে।

ভূইগড় এলাকার স্থানীয় দোকানদার শামীম মিয়া বলেন, র্দীঘ দিন যাবৎ এই রাস্তার বেহাল দশা কিন্তু দেখার কেউ নাই। মানুষ হাটা চলা করতে পারে না। ভয়াবহ অবস্থা এই রাস্তায় রোগীদের মৃত্য ঝুঁকি নিয়ে চলাচল করে।

অপর আরেক ফার্মেসী দোকানী আবুল বাসার বলেন, এই রাস্তা মেরামত নিয়ে অনেকদিন ধরে সমস্যা। অনিয়মের কারনে এই রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস জানায়, সংসদ সদস্য শামীম ওসমানের সাথে কথা বলে এই রাস্তাটি মেরামত করে দেওয়া হবে। উপজেলার বিভিন্ন রাস্তা মেরামত করা হয়েছে আর যে সকল রাস্তা গুলোর বেহাল দশা সেগুলোকেও মেরামত করা হবে।