আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আড়াইহাজারের বাবু-আজাদের সাক্ষাৎ

সংবাদচর্চা রিপোর্ট

ভারত সফরে যাওয়া নারায়নগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সঙ্গে সাক্ষাৎ করলেন দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ।

সোমবার (১১ মার্চ) ভারতের রাজধানী নয়া দিল্লীর জওহরলাল নেহেরু ভবনে সুষমা স্বরাজের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের দাওয়াত দেওয়া হয় সফররত তাদের।

এর আগে গত রবিবার (১০ মার্চ) ভারতের উদ্দেশে রওনা দেন।

রাজনীতির মাঠে নজরুল ইসলাম বাবুর প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম আজাদ। তাদের দু জনের একই সফরে যাওয়া নারায়ণগঞ্জের রাজনীতি নতুন মেরুকরণ শুরু হয়েছে। সম্প্রতি বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ ভোট কারচুপির অভিযোগে নজরুল ইসলাম বাবুর নামে মামলা করেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের কাছে বাবু আজাদ কি বলেছেন তা জানা যায় নি।