নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বীর প্রতীকের সাথে উজবেকিস্তানের হাই কমিশনার সৌজন্য সাক্ষাত করেছেন। বৃহষ্পতিবার দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত করেন তিনি।।
তিনি পাটের বিভিন্ন দিক নিয়ে গোলাম দস্তগীর গাজীর সাথে আলোচনা করেছেন। গোলাম দস্তগীর কাজী উজবেকিস্তানে বাংলাদেশী পাটজাত পন্য রপ্তানিতে হাই কমিশনারের সহযোগিতা চান। হাই কমিশনার মন্ত্রী কে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া উজবেকিস্তানের হাই কমিশনার বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে ক্রেস্ট উপহার দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান , মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক প্রমুখ।