নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সাকিব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২মার্চ) সকালে ওই ধর্ষকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১১ মার্চ সোমবার দুপুরে নবীগঞ্জ বাগবাড়ি এলাকা একটি বইয়ের লাইব্রেরীতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তরকৃত মো. সাকিব একই এলাকার মো. রহিমের ছেলে।
মামলার বরাত দিয়ে তদন্তকারী অফিসার বন্দর থানার এস আই সাখাওয়াত মৃধা জানান, গত ১১ মার্চ দুপুরে বই বিক্রিতা মো. সাকিব নামে এক যুবক ৪ বছরের এক শিশুকে চকলেট ও চিপসের প্রলোভন দেখিয়ে তার
লাইব্রেরীতে নিয়ে ধর্ষণ করে। পরে রাতে ধর্ষিতার বাবা বাদি হয়ে একটি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। মঙ্গলবার ১২ মার্চ ভোরে অভিযুক্ত সাকিবকে গ্রেফতার করা হয়েছে।