নিজস্ব প্রতিবেদক: বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রিপন কে মারপিট করিয়া অবৈধ ভাবে তার ভগ্নিপতির জায়গায় অনুপ্রবেশ করে সীমানার বেড়া ও কাঠ এবং টিন লুটপাট করিয়া নিয়া যায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কালু গং ।
শনিবার ২রা মার্চ সকাল আনুমানিক ১০.৩০ মিনিটে রিপনে বাড়ির পাশে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা রিপনের উপর অর্তকিত হামলা চালায়। সন্ত্রাসীর এসময় রিপনকে বেধড়ক পিটিয়ে হাত ভেঙে ফেলে ও শরীরের বিভিন্ন জায়গায় রড দিয়ে পিটিয়ে নীলাফুলা জখম করে এবং চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয় ।
পুরান বন্দর কাজীবাড়ি এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কালু মিয়ার নেতৃত্বে আলাউদ্দিন,হানিফ,হাবিব,হাসান সহ অজ্ঞাত আরো ৪/৫ জন মিলে রিপনের উপর হামলা করে এবং জায়গার বেড়া ভেঙে ও টিন ও কাঠবাঁশ লুটপাট করে নিয়ে যায়, লুটপাট হওয়া জিনিসের মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। এছাড়াও রিপনের ভগ্নিপতি রিপনকে বাচাঁতে এগিয়ে আসলে তাকেও লাঞ্চিত করে সন্ত্রাসী কালু গং পালিয়ে যায়।
পরে এলাকাবাসী রিপনকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করায়। এ ব্যাপারে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং বন্দর থানার এস আই সাখাওয়াত হোসেন মৃধা ঘটনা স্থলে গিয়ে সতত্যা খুজে পেয়েছেন, ও বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান এ ব্যাপারে মামলা রুজু হবে এবং দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।