নবকুমার:
উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গোটা বাঙালি জাতিতে কে একুশের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বৃহষ্পতিবার (২১ শে ফেব্রুয়ারী) রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীন যুদ্ধ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু । ভাষা এবং স্বাধীন দেশের জন্য বঙ্গবন্ধু বছরের পর বছর জেল খেটেছেন। রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশ।
তিনি বলেন, ঐক্য ছাড়া পৃথিবীতে কোন জাতি সফল হতে পারে নাই। উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে একুশের চেতনায় গোটা বাঙালি জাতি কে আবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য পাকিস্থানের হায়েনার দল নানা ষড়যন্ত্র করেছে কিন্তু পারে নাই। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাঙালি সংস্কৃতি আজ মাথা উচু করে দাড়িয়েছে।
তিনি বলেন, যত দিন বাংলা ভাষা পৃথিবীতে থাকবে তত দিন সালাম রফিক জব্বার শফিক সবার হৃদয়ে বেচে থাকবে। বাঙালির ভাষা আন্দোলন পৃথিবীর সকল মাতৃভাষাপ্রেমীদের প্রাণের শেকড়।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন,সহসভাপতি ইঞ্জি.শেখ সাইফুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ওসি আব্দুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, তাবিবুল কাদির তমাল, উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান তুহিন ,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধাররণ সম্পাদক নাঈম ভূইয়া,মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ প্রমুখ।