নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় সত্যেন্দ্র (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরিদল। এর আগে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করে উদ্ধার কাজে নামে ডুবুরিদল।
ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহ বুঝে নেয় কেরানীগঞ্জ থানা পুলিশ। পরে নিহতের জামাই দিপক চন্দ্র দাস মরদেহ শনাক্ত করলে পুলিশ তার কাছে মরদেহ হস্তান্তর করে।
প্রসঙ্গত, রোববার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জের জাজিরার কুইচ্ছামারা এলাকায় বালু টানা কাজ শেষ করে ট্রলারযোগে নারীসহ প্রায় ৫০ জন লেবার ফতুল্লার পাগলায় যাওয়ার পথে ঢাকা থেকে আসা ‘তাকওয়া পরিবহন’ নামে একটি খালি বাল্কহেড ওই ট্রলারের ওপর উঠে যায়। এতে ট্রলারটি ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা কিছু যাত্রী লাফিয়ে বাল্কহেডে ওঠেন এবং কিছু লোক সাঁতরিয়ে তীরে ওঠেন। তবে সত্যেন্দ্র নামে এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়।
এছাড়া খালি বাল্কহেডটি এলাকাবাসী ও ফতুল্লা থানা পুলিশের সহযোগিতায় আটক করা হয়। এ সময় বাল্কহেডে থাকা দিদার হোসেন (৪৮) ও আবু বক্করকে (৩৮) আটক করা হয়।