সংবাদচর্চা রিপোর্ট:
নাদিম আহম্মেদ। পেশায় একজন ফটো সাংবাদিক। কর্মরত আছেন এনএএন টিভি ও জাতীয় সাপ্তাহিক ভোরের দিগন্তে। থাকেন নগরীর চাষাড়া ডনচেম্বার এলাকায়। ৪ সেপ্টেম্বর চলতি পথে এশার ওয়াক্ত হলে পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে নামাজের উদ্দেশ্যে ভিতরে যান। নামাজ চলাকালিন সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিনিও আহত হয়েছেন। প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে আশংকা জনক অবস্থায় জনক শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল রাত ১০ টা ২০ মিনিটে নাদিমের ভাই হেলাল এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগেও গত ২৫ মার্চ বিকেল ৫ টায় চাষাড়া শহীদ মিনার হইতে গোল চত্তর পার হওয়ার পথে লেগুনার সাথে ফটো সাংবাদিক নাদিম’র মটর বাইকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার ডান হাতের একটি আঙ্গুল ভেঙ্গে গিয়ে গুরুত্বর আহত হয়। এর আগেও তিনি থাইরয়েডের জন্য ভারতে গিয়ে চিকিৎসা করিয়ে আসেন। ফটো সাংবাদিক নাদিমের মৃত্যুতে সংবাদচর্চা পরিবারের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা।