আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রার্থীদের অভিযোগ তদন্তে না.গঞ্জ জেলা পুলিশের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি:

নারায়ণগঞ্জ জেলা জুড়ে উপজেলা নির্বাচনে সুষ্ঠু করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সদস্যরা হলেন , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম (মোবাইল-০১৭১৩-৩৭৪৫৭৬)। পুলিশ পরিদর্শক(ডিআইও-১) মোঃ মোমিনুল ইসলাম (মোবাইল-০১৭১৩-৩৭৩৩৪৪)।  পুলিশ পরিদর্শক(ডিআইও-২) মোঃ সাজ্জাদ রোমন (মোবাইল- ০১৭১২-৭৪৮৮৬০)।

উপজেলা নির্বাচনের প্রার্থীদের কোন প্রকার অভিযোগ থাকলে তদন্ত কমিটির সদস্যদের জানানোর জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রার্থীদের অনুরোধ জানিয়েছে। কমিটি প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে। কমিটিতে দায়িত্ব প্রাপ্ত সদস্যরা তাদের মোবাইল নাম্বার প্রকাশ করেছেন। ঐ নাম্বারে প্রার্থীরা অভিযোগ করতে পারবে।