আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশ লাইনের সড়ক মেরামতে আগুনের ঝুঁকি

বিল্লাল আহমেদ
কাটা গায়ে নুনের ছিটা! সড়ক মেরামতে আগুনের ঝুঁকি। মেরামতের কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে জনগণের জান ও মালামালের ঝুঁকি অনেকটাই। সড়কের কাজে ব্যবহারিত ট্রাকে আগুন জ্বালানো ও ট্রাকের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারের কারনে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। সড়কে কাচাঁমাল প্রস্তুত করতে শ্রমিক ও কর্মকর্তাদের অসচতেনতা ক্রমশই বাড়ছে।

ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পুলিশ লাইন এলাকার সড়কের যে সকল গর্ত ও খনাখন্দ গুলো রয়েছে সে গুলোকে মেরামত করার জন্য ঢাকা সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে মেরামত করা হচ্ছে। এ সকল কাজে নিয়োজিত শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে ও সড়কের পাশে চলাচলরত সাধারণ মানুষের দূর্ঘটনা মুখী করে ভ্রাম্যমান ভাবে ট্রাকে আগুন জ্বালিয়ে কাচাঁমাল প্রস্তুত করা হচ্ছে।

ট্রাকের উপরে বালি ও ইটের স্তুপের পাশে আগুন জ্বালিয়ে কাজ করছে শ্রমিকরা কিন্তু ট্রাকের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার যে কোন সময় বিস্ফোরিত হয়ে ঘটতে পারে দূর্ঘটনা। জনগনের দূর্ভোগ কামনোর জন্য সড়কের মেরামত কাজ দ্রুত গতিতে করছে শ্রমিকরা কিন্তু ট্রাকে আগুন জ্বালিয়ে সড়ক মেরামতের কাজ কতটা শ্রেয় সেই প্রশ্ন স্থানীয়দের। সাধারণ মানুষ সড়ক মেরামতের কাজ দেখে অনেক আনন্দিত হচ্ছে তবে সাথে আফসোস করছে ট্রাকে আগুন কেন?

ট্রাকে কর্মরত শ্রমিকদের ঝুঁকির বিষয়ে জানতে চাইলে শ্রমিকরা বলেন, সড়ক মেরামতের জন ভ্রাম্যমান ভাবে কাজ চলছে। ঢাকা সড়ক ও জনপদ বিভাগের আওতায় কাজ করা হচ্ছে। তবে ট্রাকে অনেক ঝুঁকি রয়েছে যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। আমাদের জীবনও মৃত্যু ঝুঁিকতে থাকে। পেটের দায়ে কাজ করে শ্রমিকরা কিছুই করার নেই তাঁদের। কর্তৃপক্ষ যে ভাবে বলে তাঁরা সে ভাবেই কাজ করে।
ট্রাকে আগুন জ্বালিয়ে কাচাঁমাল প্রস্তুতকারী বলেন, আমি আগুনের অনেক কাছাকাছি থাকি। কিছু হলে সবার আগে আমার হবে। তবে শুধু মাত্র ট্রাকে থাকা শ্রমিকরাই নয় দূর্ঘটনা হলে আশে পাশের লোকজনও ক্ষতিগ্রস্থ হবে। অপরদিকে এই সড়কে চলাচলরত যানবাহনের চালকরা জানায়, যে ভাবে ট্রাকে আগুন জ্বালানো হয়েছে কিছু ঘটলে বড় দূর্ঘটনা ঘটবে।
নারায়ণগঞ্জের নাগরিক সমাজ মনে করেন, শ্রমিকদের জীবন ঝুঁকি নিয়ে সড়কে কাচাঁ মাল প্রস্তুত করা ঠিক নয় আর সড়ক ও জনপদ বিভাগ এখনো পুরানো আমলে রয়ে গেছে। তাঁদের দেখা উচিৎ ঢাকা সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আলাদা ভাবে কাচাঁমাল প্রস্তুত করে নিয়ে আসে সড়ক মেরামতের জন্য। আর এ ক্ষেত্রে দূর্ঘটনার আশংকা অনেক কম। তাই সড়ক ও জনপদ বিভাগের পুরনো পদ্ধতি বাদ দিয়ে ডিজিটাল হওয়া ধরকার জনগনের জান ও মালামাল রক্ষার্থে।