নবকুমার:
পাট শিল্প কে এগিয়ে নিতে খেলাধুলার মাধ্যমে পাট জাত পণ্যের প্রচার বৃদ্ধির আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
বৃহষ্পতিবার রাজধানীর ডেমরাতে করিম জুট মিলে বাংলাদেশ পাট কলের ৩৮ তম কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহবান জানান।
গোলাম দস্তগীর গাজী বলেন, প্রচার ছাড়া কোন পণ্যে সফল হওয়া যায় না। আমাদের পাট জাত পণ্যের প্রচার বৃদ্ধি করতে হবে। বিশেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক খেলাধুলায় পাট পন্যের বিজ্ঞাপন তুলে ধরতে হবে। তরুণদের সামনে তুলে ধরতে হবে পাট পণ্য ।যাতে জনগণ দেখা মাত্র ক্রয় করতে পারে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে পাট রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের ১ নম্বরে অবস্থান করছে। পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সারা বিশ্বে পাট পন্য ছড়িয়ে দেয়া হবে।
মন্ত্রী বলেন ,বর্তমান সরকারের আমলে খেলাধুলায় বাংলাদেশ ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। মাদক সন্ত্রাস থেকে যুব সমাজ কে রক্ষা করতে হলে বিনোদনের বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম , মন্ত্রীর বিশেষ সহকারী এমদাদুল হক, বিজেএমসির পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিজেএমসির সচিব একেএম তারেক, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাব্বি প্রমুখ।
এছাড়া গোলাম দস্তগীর গাজী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেছেন।