আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারীরা জাগলে বাংলাদেশ জাগবে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, নারীদের কে সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। নারীরা জাগলে বাংলাদেশ জাগবে। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।  তিনি বলেন , বর্তমানে বাংলাদেশের নারী জাগরনের অগ্রদূত শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নে বিপ্লব ঘটেছে। পুলিশ সেনা নৌ বিমান বাহিনীতে নারী সফলতার সাথে দায়িত্ব পালন করছে। দেশে নারী ভোটার সবচেয়ে বেশি আওয়ামী লীগে ।

শুক্রবার (৮ মার্চ) রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, একটা সময় ছিলো রূপগঞ্জে আওয়ামীলীগের মহিলা সংগঠনের কোন নেতা পাওয়া যেত না। এখন রূপগঞ্জে নারী নেতৃত্বের প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। এ কৃতিত্ব শুধুই হাছিনা গাজীর।

এছাড়া রূপগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত র‌্যালী ও মানববন্ধনে অংশ নেয় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি অসহায় নারীদের নগদ অর্থ বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি সেলিনা আক্তার রিতা,সাধারণ সম্পাদক ফেরদৌসী, বিউটি আক্তার কুট্টি,রেহেনা প্রমুখ।