নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের হাজীগঞ্জ এলাকায় প্রত্নতত্ব অধিদপ্তরের আওতাধীন হাজীগঞ্জ দুর্গের চতুর্দিকে সম্বিলিত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে হাজীগঞ্জ দুর্গের চতুর্দিকে অবৈধভাবে দখল করে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ১২টি গোডাউন দেয়া হয়। উচ্ছেদ করা প্রতিষ্ঠানগুলো হলো রকি প্রিন্ট-১ ও ২, রাসেল ওয়াশিং-১ ও ২, আনোয়ার এন্ড ব্রাদার্স, নিলিমা কটন, ব্রাইট প্যাকেজিং, সোনালি, বিসমিল্লাহ ও আশরাফ প্যাকেজিং সহ আরো বেশ কয়েকটি অবৈধ স্থাপনা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই অভিযানটি প্রতœতত্ব বিভাগ, জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ আরো বেশ কয়েকটি দপ্তরের সমন্বয়ে চালানো হয়েছে।
প্রতœতত্ত্ব অধিদপ্তর আগারগাঁও আঞ্চলিক কার্যালয়ে পরিচালক রাখী রায় বলেন, হাজীগঞ্জ দুর্গটি প্রতœতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন। মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এখানে অভিযান পরিচালিত হবে জেনে এখানে পরিদর্শন করতে আমরা এসেছি। অভিযানে যাতে প্রতœতত্ত্ব সম্পদের কোন ক্ষতি না হয় এ ব্যাপারে আমরা দেখভাল করছি।
অভিযানে প্রতœতত্ত্ব অধিদপ্তর আগারগাঁও আঞ্চলিক কার্যালয়ে পরিচালক রাখী রায়, উপ-পরিচালক লাভলী ইয়াসমিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন, বাজার কর্মকর্তা জহিরুল ইসলামসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও নাসিকের উল্লেখযোগ্য সংখ্যক পরিচ্ছনকর্মীরা উপস্থিত ছিলেন।