আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তার করোনা নেগেটিভ

সিদ্ধিরগঞ্জে করোনা উপসর্গে মৃত রিমন সাউদের (২৪) করোনা প্রতিবেদন নেগেটিভ এসেছে। ১২’মে মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা এবং নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে প্রতিবেদন আসলে মৃত রিমনের করোনা ছিলনা বলে সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার। এর আগে ১১’মে রাত ৩’টায় অসুস্থ্যতা বোধ করায় চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও করোনা উপসর্গ থাকায় ভর্তি নেয়নি কোন হাসপাতাল।
মৃত রিমনের চাচাতো ভাই মাসুম সাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশে কোন চিকিৎসা ব্যবস্থা নেই। ভোর রাত ৩টার দিকে অসুস্থ্যবোধ করলে আমার চাচাতো ভাই রিমন সাউদ নিজ বাড়ীর ২য় তলা থেকে পায়ে হেটে গাড়িতে উঠে। পরে ঢাকার বিভিন্ন হাসাপাতলে নিয়ে যাই কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকার কারণে কোন হাসপাতালে ভর্তি নেয় নাই। পরে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬ টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট এটাক করেন বাবা হাজী ইয়ার হোসেন। বাবাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৭টার দিকে মৃত্যুবরণ করেন। হাজী ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন।
এদিকে বাবা ও ছেলেকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বড় কবরস্থানে দাফন করতে চাইলে সেখানকার মসজিদ কমিটির লোকজন বাধা দেয় বলে জানায় মৃত রিমনের চাচাতো ভাই মাসুম সাউদ। পরে নাসিক ৫নং ওয়ার্ডের সাইলো এলাকার কবরস্থানে দাফন করা হয় তাদেরকে।