শহরের টানবাজার এলাকায় চোরাই সূতা ক্রয় ও বিক্রয়ের অভিযোগ পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। উভয় মামলা ১৮ থেকে ১৯ জন চোরাই সূতা ব্যবসায়ীকে আসামী করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ওই মামলা দুটি দায়ের করেন ঢাকা রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা নাহিদুল হাসান ও আতিকুর রহমান।
কাস্টমস আইনের ১৯৬৯ এর সেকশন ১৫৬ এর (১) এর ৫১ (ক), ৬২ তত্বসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর (বি) ধারায় ওই মামলা দুটি দায়ের করা হয়। মামলা নং ৫৮ ও ৫৯।
দায়েরকৃত ওই মামলায় গ্রেফতার করা হয়েছে সূতা ব্যবসায়ী তোতা মিয়ার ছেলে চোরাই সূতা কারবারি মামুনকে। এদিন দুপুরের দিকে টানবাজার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে, গ্রেফতার মামুনকে ছাড়িয়ে নিতে ব্যাপক তদবিরে নামে বেশ কয়েকজন রথি মহারথি।
মামলার অন্যান্য আসামীরা হলেন, হাজী বিল্লাল, হাজী ইসমাইল, ফরহাদ, সুব্রত রায়, বিপুল মন্ডল, পুলক চৌধুরী, জহির হোসেন, মো. আওলাদ হোসেন, আমিন উদ্দিন, গবীন্দ সাহা ও রুহুল আমিন। এর মধ্যে হাজী ইসমাইল ও ফরহাদ এবং মামুনকে উভয় মামলায় আসামী করা হয়েছে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি জানান, দুটি মামলা দায়ের হয়েছে। মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।