সংবাদচর্চা রিপোর্ট
নানা আয়োজনে দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মো: মুন্না খানের জন্ম দিন পালিত হয়েছে। জন্ম দিনে মুন্না খান তার শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রথমে মুন্না খানের দীর্ঘ জীবন কামনা করে দোয়া এবং কেক কাটা হয়।
গতকাল আড়াইহাজার রিপোর্ট ক্লাবের উদ্যোগে মুন্না খানের জন্ম দিন পালন করেছে। আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক শাহ-মোয়াজ্জেম হোসেনসহ অভিনন্দন জানিয়েছে।
সোনারগা রিপোর্ট ক্লাবের পক্ষ থেকে মুন্না খানের জন্ম দিন পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আব্দুল সাত্তার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সিনিয়র সদস্য হাবিবুর রহমান। এছাড়া দৈনিক সংবাদচর্চার পক্ষ থেকে মুন্না খান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রসঙ্গত. মুন্না খান ১৯৯০ সালের ২৮শে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম রফিকুল ইসলাম, মাতার নাম ছালমা বেগম। তিনি পরিবারের একমাত্র বড় ছেলে। তারা এক ভাই দুই বোন। নরসিংদী জেলার সূচনা আক্তারের সাথে ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুন্না খান। ২০০৬ সালে রূপসী নিউ মডেল হাইস্কুল থেকে এসএসসি পাশ করে ২০০৮ সালে বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাশ করে। পরে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি থেকে অ্যাপারেল ম্যানুফেকচার ম্যানেজমেন্টের উপর অনার্স (বিএ) পাশ করেন। সালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিমান বাহিনীর ১ নং স্কোয়াড্রন ৭ নং ফ্লাইটে ক্যাডেট হিসেবে যোগদান করেন। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌ বাহিনীর সম্মিলিত প্রশিক্ষণ যথাক্রমে চট্টগ্রামের ভাটিয়ারীর মিলিটারী একাডেমী, পতেঙ্গায় নৌ বাহিনীর ঈশা ঘাটি, বিমান বাহিনীর জহিরুল ঘাটিতে বার্ষিক প্রশিক্ষণ ও ক্যাপসুল ক্যাম্প সমাপ্ত করেন।
এ সময় ৭.৬ মিলিমিটার চাইনিজ রাইফেল চালানোর বিশেষ পারদর্শিতা ও সমাপনী প্যারেডে ফ্লাইট কমান্ডারের দায়িত্ব পাওয়ায় পুরষ্কার পান। আব্দুল্লাহ খান মুন্নার দাদা মৃত সিরাজুল ইসলাম সুরুজ খান তারাব ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক ছিলেন। পরে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর বিশেষ নিমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে রাশিয়া ভ্রমণ করেন। তার বাবা বর্তমানে তারাব পৌর আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক ও বড় চাচা তারাব পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। সাংবাদিকতার পাশাপাশি তিনি মেসার্স খান এন্টারপ্রাইজ নামে কেমিক্যাল আমদানি ও সরবরাহের ব্যবসায় করেন।