নবকুমার:
রূপগঞ্জ উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ ভবনের উদ্বোধন করেন। জানা গেছে জনতা উচ্চ বিদ্যালয়ের ভবন সংকট ছিলো । নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে তা দূর হয়েছে।
শেখ হাসিনা কে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ছাত্রছাত্রীরা এখন বিল্ডিংয়ের নিচে পড়াশুনা করে। এখন আর কোন স্কুলে টিনের ঘর নেই। শেখ হাসিনা শিক্ষিত বলে শিক্ষাখাতে এত উন্নয়ন হচ্ছে। অতীতে অনেকে প্রধানমন্ত্রী হয়েছে তারা শিক্ষা খাতে উন্নয়ন করে নাই তারা করেছে নিজেদের পকেট ভারী।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একে এম রেজাউল করিম মাঞ্জু, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব সহ শিক্ষকবৃন্দ।