নবজাতক চুরির দায়ে ফতুল্লার চাঁনমারি বস্তির মানিক কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে ঢাকার একটি আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার তৃতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জয়শ্রী সমদ্দর এ রায় ঘোষণা করেন।
মামলা সুত্রে জানা গেছে ২০০৫ সালে ঢাকা মেডিক্যাল থেকে নবজাতক চুরির দায়ে সবুজবাগ থানায় মামলা করেন শিশুটির বাবা মনিরুজ্জামান।