আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় দৈনিক সংবাদচর্চা পরিবারের শোক

নিজস্ব প্রতিবেদক
চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকান্ডের ৮১ জন  মৃত্যুর ঘটনায়  শোক প্রকাশ করেছেন দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খানসহ গোটা পরিবার।

মুন্না খান বলেন , ভয়াল অগ্নিকান্ডের ঘটনায় আমরা দৈনিক সংবাদচর্চা পরিবারের পক্ষ থেকে গভীর ভাবে শোকাহত।  অগ্নিকান্ডে মৃত্যু বরণকারী  সকলের আত্নার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশে এ ধরণের ঘটনা  যেন আর না ঘটনে সেই ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আহতদের উন্নত চিকিৎসার দাবি জানান।