আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আড়াইহাজারে মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মনির স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।