আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে না.গঞ্জ মহিলা পরিষদের র‌্যালী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে নারায়ণগঞ্জ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১২ মার্চ ২০১৯ তারিখ বিকাল ৪টায় সংগঠনের জেলা কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও নগরীর প্রধান প্রধান সড়কে র‌্যালীটি পদক্ষিণ করে।
আন্তর্জাতিক নারী দিবস, নারীর মানবাধিকার আন্দোলনের এক ঐতিহাসিক অর্জন। ১৮৫৭ সালে ৮ মার্চ নিউইয়র্কের একটি সুচ কারখানার নারী শ্রমিকরা মজুরী বৈষম্য দূর করা, ভোটাধিকার প্রদান, প্রসূতিকালীন ছুটি ও অমানবিক শ্রমঘন্টা কমিয়ে আনার দাবীতে আন্দোলন করে। এ আন্দোলন দিন দিন বেগবান হতে থাকে। এই প্রেক্ষাপটে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান নারী নেত্রী ক্লারা জেটকিন পুরুষের পাশাপাশি নারীর সম অধিকারের দাবী আরো জোরালো করেন। ১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনের পর থেকে ক্লারা জেটকিনের নেতৃত্বে নারীরা আরো ঐক্যবদ্ধ হন এবং ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হতে থাকে। ঐতিহাসিক সংগ্রামের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ ১৯৮৪ সালে ৮ মার্চ কে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে এবং ১৯৮৫ সাল থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে।
১৯৭৩ সাল থেকে বাংলাদেশ মহিলা পরিষদ আন্তর্জাতিক নারী দিবস পালন করছে। “নারীর ক্ষমতায়নের লক্ষ্যে চাই সৃজনশীল কর্মপদ্ধতি, সৃজনশীল কর্ম উদ্যোগ” –এই শ্লোগানকে সামনে রেখে এ বছর দিবসটি পালন করা হচ্ছে। নারী অধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নের জন্য প্রয়োজন সম্পদ- সম্পত্তিতে সম অধিকার প্রতিষ্ঠা করা, সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা দূরীকরণ ও নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্য বিবাহ নিরোধ আইনের (২০১৭) বিশেষ বিধান বাতিল করণ, জাতীয় সংসদে সংসদে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন, রাজনৈতিক দলের সকল পর্যায়ে নীতি নির্ধারণে ৩৩/ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, নারী নীতির পূর্ণ বাস্তবায়ন- সমাবেশ এসব দাবী দ্রুত কার্যকরের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি জোর দাবী জানানো হয়।
সমাবেশে বক্তব্য প্রদান করেন সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি আন্জুমান আরা আকসির, সহ সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, সহ সভাপতি অধ্যাপিকা রাশিদা আক্তার, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সহ সাধারণ সম্পাদক রহিমা খাতুন, অর্থ সম্পাদক রেখা গুন, লিগ্যাল এইড সম্পাদক শাহানারা বেগম। কবিতা আবৃত্তি করেন সমাজকল্যাণ সম্পাদক রওশন আরা বেগম ও গান পরিবেশন করেন সদস্য দীপা রায়।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিণ করে। আলোচনা সভা ও র‌্যালীতে মহিলা পরিষদের বিভিন্ন কমিটির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।