আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অপরাধ প্রকাশে শামীম ওসমানের সমর্থকরা ক্ষিপ্ত !

অপরাধ প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দৈনিক সংবাদচর্চার একটি প্রকাশিত সংবাদ শেয়ার করা হয়। উক্ত পোষ্টে বিভিন্ন ব্যক্তিরা মন্তব্য (কমেন্ট) করে। মন্তব্যে অনেকেই আবার দেখা গেছে অশ্লীল ভাষায় গালমন্ধ করতে।

মন্তব্যকারী অতি উৎসাহীরা জানাতে চায় তাদের পরিচয়। কিন্তু নারায়ণগঞ্জের মানুষতো জানেন তারা কারা? পত্রিকা কিংবা প্রতিবেদককে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার যারা করে তাদেরকে অশ্লীল ভাষায় গালমন্ধ করলে কি জনগন সব ভুলে যাবে অথবা মুছে যাবে তাদের কর্মকান্ড।

ফেইসবুকে মন্তব্যকারীরা অনেকেই এদের সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছে। তবে অনেকেই আবার বিভিন্ন অশ্লিল ভাষায় গালমন্দ করেছেন।

বিভিন্ন গনমাধ্যম ও পুলিশের সূত্র মতে’ অস্ত্র মামলায়, সন্ত্রাস বিরোধী মামলায়, শিশু ও নারী নির্যাতন মামলায়, জমি বিরোধ মামলায়, মাদক মামলায় গ্রেফতার হয়েছে বা মামলা আছে এমন অনেকই জনসভায় মিছিল নিয়ে আসছে। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ জানতে চেয়েছিল এরা কারা? এই সংবাদে অনেকে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মন্তব্য করে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভালো খারাপ সকল মন্তব্য উঠে আসে ।

ফেইসবুকে মন্তব্যকারীরা যা মন্তব্য করে, মো: শাব্বির ভূইয়া মন্তব্য করেন হয়ত এদেরকে এমপি চিনবেন না ভালো করে। অপর আরেকজন মো: সুজন সর্দার মন্তব্য করেন এরা কারা আমরা সাধারণ মানুষ কী করে চিনবো! এছাড়া এম মতিন প্রধান নামের একজন বাবাকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন! অপরদিকে অস্ত্রধারী নিয়াজল ইসলাম খান মন্তব্য করে সিএস,এসএ,আরএস দেখ বেটা।

সংবাদচর্চায় প্রকাশিত সংবাদটি ফেসবুকে শেয়ারকারী ব্যক্তিকে তানভির আহমেদ সোহেল অশ্লীল ভাষায় মন্তব্য করে বলেন জানোনা এরা কারা।

এছাড়া রাজু আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে শেয়ারকালী ব্যক্তির মিউচিয়াল বন্ধুদের ছবি তুলো পাঠায়। তবে কি বুঝাতে চায় রাজু আহমেদ সেটা পরিস্কার নয়!

গত (২রা মাচর্) শনিবার বিকেলে শহরের দুই নং রেলগেইট এলাকায় বঙ্গবন্ধু সড়কের জনসভায় নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান মাদক,সন্ত্রাস,ভূমিদস্যু,দুর্নীতি,ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। উক্ত সমাবেশে নারায়ণগঞ্জের বেশ কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী, ভূমিদস্য সহ একাধিক মমালার আসামিরা মিছিল নিয়ে দলে দলে যোগদান করে। উক্ত সন্ত্রাসীদের ছবি সহ দৈনিক সংবাদচর্চার অনলাইন সংস্করণ পোর্টালে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। উক্ত প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হলে পোষ্টটি ভাইরাল হয়।