আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৬ থেকে ৭ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট মেলা অনুষ্ঠিত হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

জাতীয় পাট দিবস উপলক্ষ্যে আগামী ৬ থেকে ৭ মার্চ পর্যন্ত দুই দিন ব্যাপী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট জাত পন্যের মেলা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

সোমবার (৪ মার্চ) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের তিনি এ কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, আগামী ৬ থেকে ৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করা হয়েছে । মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। ৭ই মার্চ বিকেল সাড়ে পাঁচটায় এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, জাতীয় পাট দিবস উপলক্ষে আগামী কাল ৫ মার্চ সকাল সাড়ে আটটায় সংসদ ভবনের সামনে থেকে খামারবাড়ি গোলচত্বর হয়ে মিরপুর রোড পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।র‌্যালী শেষে বিকাল ৩টায় বিজেএমসি’র মিলনায়তনে পাট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, আগামী ৬ মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, ৬ মার্চ ঢাকা ব্যতিত দেশের সকল জেলায় দেশব্যাপী পাট র‍্যালি ও আলোচনা সভা, ৫ থেকে ৭ ই মার্চ সচিবালয়ের গেট, বিজয় স্মরণী থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং মানিক মিয়া এভিনিউতে সাজসজ্জা ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়াতে থিম সং প্রচার এবং ৬ মার্চ পাট দিবস উপলক্ষে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

মন্ত্রী বলেন, সোনালী আঁশ পাটের সাথে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য বিজড়িত। পরিবেশবান্ধব ফসল হিসেবে পাঠের গুরুত্ব বিবেচনায় পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি, দেশিয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং সোনালী আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে প্রতি বছর ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে।

তিনি বলেন, অচিরেই দৈনিক একলাখ পাটের পলিথিন ব্যাগ উৎপাদন করে বাজারজাত করা হবে। দেশে পাটের তৈরী পলিথিন ব্যাগ সফল হলে সারা পৃথিবী রপ্তানি করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রাণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব রীনা পারভীন,মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক প্রমুখ।