আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেপাড়া এলাকায় পাওনা টাকা চাওয়ায় দুই জমি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত দুই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ব্যবসায়ীর ভাই কামাল পারভেজ বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, হামলা ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে পাঠিয়েছি। তদন্তে দোষী প্রমানিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।