আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জে পিতা কর্তৃক শিশু (১১) কন্যাকে ধর্ষনের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় পিতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এদিকে শিশুটি আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া এলাকায় জাহাঙ্গীরের ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে। পরে রাতে পুলিশ খবর পেয়ে ধর্ষিত ওই শিশুটিকে উদ্ধার এবং পিতাকে আটক করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পিতার নাম মোঃ হানিফ (৪৫)।

শিশুর মায়ের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইব্রাহিম পাটোয়ারি জানায়, সোমবার দুপুর ২ টা থেকে বিকেল ৪টার যেকোন এক সময় তার স্বামী হানিফ নিজ শিশু কন্যাকে ধর্ষণ করে। সে সময় শিশুটির মা কাজে বাড়ির বাহিরে ছিলো। কাজ থেকে বিকেল সাড়ে ৫টার দিকে ফিরে এলে শিশুটি তার মাকে পুরো ঘটনাটি খুলে বলে।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানায়, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া এলাকায় পিতা কর্তৃক নিজ শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা পিতাকে আটক করেছি। এবং ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি চিকিৎসার জন্য। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।