আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়বো:কাজী মনির

টি.আই.আরিফ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান বলেছেন, আমরা সন্ত্রাস চাই না। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়বো। আওয়ামী লীগের আমলে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সেই মামলায় আমি কোর্টে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম। আমি আপনাদের ছেড়ে যাই নাই। মানুষের ভালোবাসা নিয়ে আমি জীবনের শেষ সময়টুকু আপনাদের মাঝে থাকতে চাই। শহীদের রক্ত বৃথা যেতে দেবো না। আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদের নামে যত মামলা হয়েছে তা প্রত্যাহার করা হবে।
শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকালে গোলাকান্দাইলের ডহরগাও স্কুল মাঠে চাঁদাবাজি, সন্ত্রাস , নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ছাত্র জনতার বিজয় আমরা ধরে রাখবো। হাসিনা আমাদেরকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ডা. শাহীন, যুবদল নেতা এড.আমিনুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ প্রধান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা।