সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের জনসভাকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জে জেলা পুলিশ। সারা শহর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন পুলিশ সুপার হারুন অর রশীদ। রাস্তায় সাজোয়া যানের মাধ্যমে মহড়া দিচ্ছে পুলিশ সদস্যরা। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বহুতল ভবনগুলোর ছাদে পুলিশ মনিটরিং করছে৷ সাংসদ শামীম ওসমান শনিবার (২ মার্চ) দুপুর ২টায় দুই নম্বর রেল গেইট চত্বরে সড়কের উপর বিশাল জনসভার আয়োজন করেছে।