আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইয়াবাসহ আড়াইহাজারের যুবলীগ নেতা লিটন গ্রেফতার

যুবলীগ নেতা লিটন গ্রেফতার

 

যুবলীগ নেতা  লিটন গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট: 

আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের যুবলীগ নেতা  সাবেক মেম্বার  লিটন কে (৪৫) ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে  সোনারগা থানা পুলিশ।  এছাড়া সে সদ্য খুন হওয়া কালাপাহাড়িয়া মধ্যাচর রোজীনা হত্যা মামলার অন্যতম আসামি। আড়াইহাজার থানা মামলা নং-১২(৭)১৮ইং। তবে এরই মধ্যে এ মামলায় হাইকোট থেকে লিটনসহ আরও চারজন জামিন নিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, কালাপাহাড়িয়া এলাকায় বেশ কিছু বড় বড় জুয়ার আসর বসে। যেখানে প্রতিদিনই লাখ লাখ টাকার লেনদেন হয়ে থাক। এসব আসর দেখাশোনা করে থাকেন ইয়াবা সম্রাট লিটন । তার গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

স্থানীয়রা আরও জানান, ছাত্রলীগ নেতা নামধারী কমল ওরফে কমইল্লা এলাকায় লিটন মেম্বারের ছত্রছায়ায় বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে। কমল রোজীনা খুনের মামলার অন্যতম আসামি।

সর্বশেষ সংবাদ