আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যারা আমাদেরকে নির্যাতন করেছে সেই হিসাব নেবো: নাসির উদ্দিন

টি.আই.আরিফ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জের তারাব কান্দাপাড়া এলাকায় প্রস্তুতি সভা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ আগস্ট বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিনের উদ্যোগে এই সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাব পৌর বিএনপির সহ-সভাপতি কাজী ইমরান হোসেন মাছুম।

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগের লোক আমাদেরকে বাসায় থাকতে দেয় নাই। যারা আমাদেরকে নির্যাতন করেছে আমরা সেই নির্যাতনের হিসাব পাই পাই করে নেবো। এই সরকার ছাত্র আন্দোলনের ফসল। আমরা দলের নির্দেশ পালন করবো। কর্মীদের পাশে আমি আছি। বিএনপিতে হাইব্রিডদের জায়গা হবে না।
অনুষ্ঠানে তারাব পৌর বিএনপির সহ-সভাপতি কাজী ইমরান হোসেন বলেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলো তাদেরকে মূল্যায়ন করা হবে। আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ মিয়া।