আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাওলানাদের জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

সংবাদচর্চা রিপোর্ট:

ইমাম এবং মাওলানাদের জাঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

বৃহষ্পতিবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার মাহমুদাবাদ টঙ্গির ঘাট মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ আহবান জানান। 

মাওলানাদের উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বলেন, ইসলামে যারা জঙ্গি ওরা কারা কি ওদের পরিচয়। এদের কে চিহ্নিত করেন। ইসলামে জঙ্গিবাদের ব্যাখ্যা আপনাদের করতে হবে। পাকিস্থান ইরাক ইরান আফগানিস্থান সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মসজিদে পুলিশ দাঁড়িয়ে থাকে। মসজিদে বোমা ফাটে। অনেক মাওলানা জঙ্গিবাদের সাথে জড়িত থাকে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কোন মসজিদে পুলিশ থাকতে হয় না। সুতরাং  মাওলানাদের জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে যাতে বাংলাদেশে কোন জঙ্গিগোষ্ঠির সৃষ্টি না হয়।

তিনি বলেন, মাদক দমনে ধর্মীয় চর্চা বৃদ্ধি করতে হবে।

এছাড়া ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন মুফতি শাহ আলম ফারুকী , ইমদাদুল্লাহ হাশেমী, ইসমাইল হোসেন ।