আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পরিবহন সংকট যাতায়াতে ভোগান্তি

ভোগান্তি

ভোগান্তি

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিলাস ট্রান্সপোর্ট নামে একটি মাত্র বাস সার্ভিসে যাতায়াত করছেন চার লাখ লোক। এর মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজারের বেশী যাত্রী এ সার্ভিসে করে ঢাকায় যাতায়াত করে থাকেন। অভিযোগ রয়েছে যাত্রী সেবাতো দূরের কথা লক্করজক্কর গাড়ী রাস্তায় নামানো হয়েছে। রাস্তা প্রায় সময় গাড়ী বিকল হয়ে পড়ছে। প্রতিদিনই ঘরমুখো মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। র্দীঘক্ষণ অপেক্ষায় থাকার পর গাড়ীর দেখা মাত্রই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। এতে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। র্দীঘদিন ধরে পরিবহন সংকট থাকলেও এনিয়ে কারোর কোন মাথা ব্যথা নেই বলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে দূরত্বের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে সার্ভিসটির বিরুদ্ধে। বিপুল সংখ্যক যাত্রীকে প্রতিদিন সিএনজিতে করে অতিরিক্ত ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে। সন্ধ্যার পর যাতায়াতে পাওয়া যাচ্ছে না তেমন কোন পরিবহন।
জানা গেছে, স্থানীয় বিশ্বনন্দী ফেরিঘাট থেকে সায়েদাবাদ পর্যন্ত ৪৭ কিলোমিটার। ভাড়া আদায় হচ্ছে ৭৫ টাকা। গোপালদী বাজার থেকে সায়েদাবাদ পর্যন্ত ৪৫ কিলোমিটার। ভাড়া আদায় হচ্ছে ৭০ টাকা। আড়াইহাজার কৃঞ্চপুরা চৌরাস্তা থেকে সায়েদাবাদ পর্যন্ত ৩৭ কিলোমিটার। ভাড়া আদায় করা হচ্ছে ৬০টাকা।
আড়াইহাজার বাজারের ব্যবসায়ী নিয়মিত যাত্রী আলমগীর হোসেন জানান, বাসের ভেতর ও বাইরের অবস্থা অত্যন্ত নাজুক। সিটিং সার্ভিস বলা হলেও যত্রতত্র যাত্রী উঠানামা করা হচ্ছে। দূরুত্বের তুলনায় ভাড়া আদায় করা হচ্ছে বেশী। এক ঘন্টা দাঁড়িয়ে থেকে বাসে উঠতে হচ্ছে।
পরিবহনটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গাড়ীর কোন সংকট নেই। তবে রাস্তার পরিস্থিতি অত্যন্ত নাজুক। ঢাকা থেকে প্রতি ২০ মিনিট পর পর গাড়ী ছাড়া হচ্ছে। আড়াইহাজার থেকে প্রতি ৩০ মিনিট পর পর গাড়ী স্ট্যান্ড ত্যাগ করছে। চার থেকে পাঁচটি গাড়ী ব্যতিত বাকী সব গুলো নতুন। তিনি আরও বলেন, গাড়ীতে ৩০ জন যাত্রী থাকলে এরই মধ্যে ১০জন যাত্রীই ফ্রিতে যাতায়ত করছেন। গ্যাসের দাম বৃদ্ধি পেলে ভাড়া আরেক দফায় বাড়ানো হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।