নিজস্ব প্রতিবেদক:
বিমানের পর এবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যাত্রীবাহী বাসে ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ওই সময় ছিনতাইকারীদের কাছ থেকে পুলিশ এক লাখ টাকা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার ৭ মার্চ বেলা ১২টায় ফতুল্লার শিবুমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার প্রাইম টেক্সটাইল মিলের কর্মকর্তা আতাউর রহমান জানান, ১লাখ টাকা নিয়ে দুপুর ১২টায় ফতুল্লার দেলপাড়ার বাসা থেকে মৌমিতা পরিবহনের বাসে চাষাঢ়ায় সোনালী ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন। বাসটি শিবুমার্কেট আসার পর পাশের সিটে থাকা একজন জানালা দিয়ে বমি করার ভাব ধরে। তখন তাকে ধরার চেষ্টা করলে পাশের সিটে বসে থাকা আরেকজন যাত্রীবেশী ছিনতাইকারী পকেট থেকে টাকা নিয়ে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী ধাওয়া করে তাদের দুইজনকে আটক করে।
আটক ছিনতাইকারীরা হলেন রাজধানীর শ্যামপুর এলাকার আনোয়ার হোসেন খানের ছেলে জুয়েল (৩০) ও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার শফিকের বাড়ির ভাড়াটিয়া মৃত. আঃ ছাত্তার গাজির ছেলে জামাল হোসেন ভুলু (৩৮)।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ছিনতাইকারী দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করেছে ছিনতাইয়ের শিকার আতাউর রহমান।