আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু

নিজস্ব প্রতিবেদক: মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ গেলবারের চ্যাম্পিয়ন মাশরাফির রংপুর রাইডার্স। এবারও ফেবারিটের তালিকায় আছে রংপুরের নাম। ভালো দল গড়েছে চিটাগং ভাইকিংসও।

টস হেরে ব্যাটিং পাওয়া রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বলেন, টস জিতলে তিনিও প্রথমে বল করার সিদ্ধান্ত নিতেন। দলের সেরা তারকারা এখনও আসেননি। তাই দলের প্রাথমিক লক্ষ্য শুরুর ম্যাচে জয় পাওয়া। 

প্রথমে বল করার ব্যাপারে মুশফিকের মত, ফ্রেশ উইকেট। আশা করছি শুরুতে বল করায় বিশেষ কিছু পাবেন বোলাররা। এছাড়া রান তাড়া করে কেমন করি আমরা সেটাও দেখতে মুখিয়ে আছি। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে ভালো এক দলীয় সমন্বয় হয়েছে আমাদের।  

রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রাইল রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাউল, ফরহাদ রেজা, মাশরাফি মর্তুজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম, শাফিউল ইসলাম।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরুন দেলপোর্ত, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ।

সর্বশেষ সংবাদ