আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ভর্তি প্রতারনার অভিযোগে মেরিনের ৪ ছাত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীতে ভর্তি করিয়ে দেয়ার নামে প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৪ ছাত্রকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশ মেরিন টেকনোলজীর ছাত্রবাস থেকে হুমায়ূন কবির (১৮), জাহিদ হাসান (১৮), রাকিবুল হাসান (২১) ও সুমন সরকার (২১) নামে ঐ ৪ প্রতারক ছাত্রকে গ্রেফতার করে।

আটককৃত হুমায়ূন কবির (১৮) সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর থানার কালিয়াচর গ্রামের মতিন মিয়ার ছেলে, বগুড়া জেলার শেরপুর থানার গোপালপুর গ্রামের আ. মতিন মিয়ার ছেলে জাহিদ হাসান (১৮), বকশিগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে রাকিবুল হাসান (২১) ও একই জেলার রামনগর এলাকার আ. হালিম মিয়ার ছেলে সুমন সরকার (২১)।

এ ব্যাপারে ছাত্রাবাসের হোস্টেল সুপারভাইজার আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৪ ছাত্র প্রতারনার সাথে জড়িত থাকায় তাদের পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে।

এ ঘটনায় বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বন্দরের বিভিন্ন লোকদের কাছ থেকে মেরিনে ভর্তি করিয়ে দেয়ার নাম করে ৩ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে তালবাহান করতে থাকে এ অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।