আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লা থানা বিএনপির ৭১ সদস্যের নতুন আহবায়ক কমিটি গঠন

ফতুল্লা থানা বিএনপির সভাপতি পদ থেকে শাহ আলমের পদত্যাগ গৃহীত হবার সাথে সাথেই ভেঙ্গে দেয়া হয়েছে কমিটি। তার পরদিন ২৬ ফেব্রুয়ারী মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মামুন মাহমুদ স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাসকে আহ্বায়ক ও নজরুল ইসলাম পান্নাকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ফোনে বিষয়টি নিউজ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেন।

মামুন মাহমুদ  বলেন, যেহেতু ফতুল্লা থানা বিএনপির সভাপতি পদ থেকে শাহ আলম পদত্যাগ করেছেন সে জন্য সেই কমিটি বিদ্যমান রাখার প্রয়োজনীয়তা মনে করছিনা। সেই কমিটি চলতে থাকলে দলের ভারসাম্য নষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরী হতে পারে বিবেচনায় আমরা পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছি।

এদিকে ফতুল্লা থানা বিএনপির ৭১ সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে সেখানে বাদ পড়েছেন সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম সহ অনেকেই। কমিটির পুরোটাই করা হয়েছে শাহআলমের লোকজনদেরকে দিয়ে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই গুঞ্জন চলছিলো ফতুল্লা বিএনপির সভাপতি শাহ আলম এর পদত্যাগের বিষয়টি। গত ১৮ ফেব্রুয়ারি সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে পদত্যাগ পত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর। গত ২৫ ফেব্রুয়ারী সেই পদত্যাগ পত্র অনুমোদিত হলে গণমাধ্যমে প্রকাশ পায় বিষয়টি। এসময় ফতুল্লা বিএনপিতে নেতৃত্ব শূন্যতার শংকা দেখা দিলে দ্রুত আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় নারায়ণগঞ্জ জেলা বিএনপি।